Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

দপ্তরের কার্যাবলীঃ

ক) মৎস্য ও চিংড়ি চাষী এবং উদ্যোক্তাদের উন্নত প্রযুক্তিভিত্তিক মাছ ও চিংড়ি চাষের পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান।

খ) মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষ্যে সমাজভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন।

গ) মৎস্য ও চিংড়ি চাষ উন্নয়নের লক্ষ্যে প্রকল্পের কারিগরি উপযোগিতা যাচাই ও প্রকল্প প্রস্তাব প্রণয়নে সহায়তা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা ও মৎস্য চাষীকে ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান।

ঘ) উন্নত জাতের পোনা সহ মাছ ও চিংড়ি চাষের বিভিন্ন উৎপাদন উপকরণ সংগ্রহ ও সরবরাহে সহযোগিতা প্রদান।

ঙ) উপজেলাধীন মৎস্য সম্পদের তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা।

চ) মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত উন্নয়ন প্রকল্পের অধীনে গৃহিত কার্যক্রম বাস্তবায়ন।

ছ) মৎস্য মাননিয়ন্ত্রন ব্যবস্থা কার্যকর করার লক্ষে মাছ ও চিংড়ি চাষে অনুমোদিত দ্রব্যের ব্যবহার বন্ধে চাষীদের উদ্ধুদ্ধকরণ এবং সংক্রমনের উৎস সনাক্তকরণ ও হ্যাসাপ কার্যক্রম বাস্তবায়ন্

জ) আহরণ-উত্তর মাছ ও চিংড়ি অবতরণ কেন্দ্র/ডিপো পরিদর্শন এবং সেগুলোর পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষায় উদ্ধুদ্ধকরণ।

ঝ) জনগনকে উন্নত প্রযুক্তি ব্যবহারে মাছ চাষে উদ্ধুদ্ধ করার নিমিত্তে নতুন প্রযুক্তি হাতে-কলমে প্রদর্শনের লক্ষে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের সাহায্যে প্রদর্শণী মৎস্য খামার স্থাপন।

ঞ) মৎস্য ও চিংড়ি চাষ এবং ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন সম্প্রসারণ সামগ্রী চাষী/মৎস্যজীবীদের মধ্যে বিতরণ।

 

সেবা প্রদানকারী কর্মকর্তা/কর্মচারীদের পদবীঃ

-সহকারী মৎস্য কর্মকর্তা

-ক্ষেত্র সহকারী 

যথাসময়ে সেবা পাওয়া না গেলে যার সহায়তা চাইবেনঃ

উপজেলা মৎস্য কর্মকর্তা

বড়লেখা, মৌলভীবাজার।

ফোন- ০৮৬২২-৫৬৬১৭

 

চূড়ান্তভাবে নিস্পত্তি না হলে বা সময়মত সহায়তা না পাওয়া গেলে যার কাছে অভিযোগ করবেন (সময়সীমা -০৩ কর্মদিবস)-

জেলা মৎস্য কর্মকর্তা

মৌলভীবাজার।

ফোন- ০৮৬১-৫২৮১৩

 

সেবার বিবরণ ও প্রদানের সময়সীমাঃ

 

ক্রমিক নং

সেবাসমূহ

সেবা গ্রহনকারী      (ক্লায়েন্ট)

সেবা প্রদানের সময়সীমা

০১

মৎস্য উৎপাদন বৃদ্ধির কার্যকর ব্যবস্থা/পরিকল্পনা গ্রহণের মাধ্যমে জনগনকে পুষ্টি যোগানে সহায়তা প্রদান।

মৎস্য চাষী/উদ্যোক্তা

অফিস সময়ে

০২

মৎস্য চাষ বিষয়ক বিষয় ভিত্তিক প্রশিক্ষণ/মত বিনিময় সভা আয়োজনের মাধ্যমে সম্প্রসারণ সেবা প্রদান।

মৎস্য চাষী/উদ্যোক্তা

অফিস সময়ে

০৩

অফিসে আগত মৎস চাষীদের মৎস্য চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান।

মৎস্য চাষী/উদ্যোক্তা

অফিস সময়ে

০৪

মৎস চাষ সম্প্রসারণের লক্ষে ব্যক্তি/প্রতিষ্ঠানকে মৎস্য ঋণ প্রাপ্তিতে সহায়তা সেবা প্রদান।

মৎস্য চাষী/উদ্যোক্তা

অফিস সময়ে

০৫

মৎস্য চাষের আধুনিক উপকরণ ও যন্ত্রপাতি সংগ্রহে সংশ্লিষ্ট জনগনকে সহায়তা সেবা প্রদান।

মৎস্য চাষী/উদ্যোক্তা/ মৎস্যজীবী

অফিস সময়ে

০৬

বাণিজ্যিক ভিত্তিতে জনগনকে মাছ চাষে উদ্ধুদ্ধকরণ ও কারিগরি সহায়তা সেবা প্রদান।

মৎস্য চাষী/উদ্যোক্তা/ মৎস্যজীবী

অফিস সময়ে

০৭

দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষন ও সম্প্রসারনে সহায়তা সেবা প্রদান।

মৎস্য চাষী/উদ্যোক্তা/ মৎস্যজীবী

অফিস সময়ে

০৮

মাছ ও চিংড়ি অবতরন কেন্দ্র/ ডিপো পরিদর্শন এবং সেগুলোর পরিষ্কার পরিছন্নতা রক্ষায় পরামর্শ সেবা প্রদান।

অবতরন কেন্দ্র/উদ্যোক্তা/ জনগন

অফিস সময়ে

০৯

জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য যে কোন সেবা প্রদান।

মৎস্য চাষী/উদ্যোক্তা/ মৎস্যজীবী

অফিস সময়ে